নিজস্ব প্রতিবেদক:
অদ্য ৮ নভেম্বর ২০২৫ তারিখে যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আকিজ ফিডের উদ্যোগে এক প্রাণবন্ত দেখা-সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ফিডের সিইও জনাব এ. টি. এম. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (অপারেশন) জনাব শাহিন শরীফ, টেকনিক্যাল এজিএম ডা. সাকিব রেজওয়ান, ক্যাটল ফিডের এজিএম জনাব বাহারুল ইসলাম, ফিস ফিডের এজিএম কৃষিবিদ জনাব শামসুজ্জামান সেলিম, এবং পোল্ট্রি ফিডের সাউথ জোনের এজিএম জনাব মোঃ আবুল ফারাহ।
খুলনা ও ঝিনাইদহ রিজিওনের প্রায় ২০০ জন ডিলার ও সাব-ডিলার এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা আকিজ ফিডের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তারা ডিলারদের আশ্বস্ত করেন যে আকিজ ফিড সর্বদা মানসম্মত, উচ্চ উৎপাদনশীল ও নিরাপদ পোল্ট্রি, মাছ এবং গরুর খাদ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সেই সঙ্গে ২৪ ঘণ্টা ভেটেরিনারি সেবার মাধ্যমে ডিলার ও খামারিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে ডিলাররা এ ধরনের আয়োজনের জন্য আকিজ ফিডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নতুন বছরে নতুন উদ্যমে আকিজ ফিডের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।