
সোহেল রানাঃ
যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ৩১৯.৪৮ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ ওসমান গনি(৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান গনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দীপাড়া গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কের রয়কোটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান গনি নামে একজনকে আটক করে। পরে তার প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩১৯.৪৮ গ্রাম ওজনের ৩টি স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য- ৫৫,২৬,৬৮৪/- (পঞ্চান্ন লক্ষ, ছাব্বিশ হাজার, ছয়শত চুরাশি টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।



