
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ করে রাখা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সতীঘাটায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রমতে সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাফায়াত হাসান আবির( ৮)’কে স্কুল হতে আনতে তার মা সুমনা (৩৫) রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
পথিমধ্যে কামালপুর মসজিদ মোড় নামকস্থানে পৌছলে মনিরামপুর দিক থেকে ছেড়ে আসা ট্রাক (আর রহমান) যার নম্বর – যশোর -ট ১১-৩৪৭৭ নিয়ন্ত্রণ হারিয়ে সুমনাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে গৃহবধূর ডান পা বিচ্ছিন্নসহ মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি সদর উপজেলা সতীঘাটা কামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর স্ত্রীও মরহুম মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ওরফে মোল্লা বিডিআর’র পুত্রবধূ। ঘটনারপর স্থানীয় জনতা স্পিড বেকারের দাবিতে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে কোতোয়ালি থানার ওসিসহ উদ্ধতন কর্তৃপক্ষ এসে এক সপ্তাহের মধ্যে স্পিড বেকারের আশ্বাস দিলে জনতা সড়ক অবরোধ তুলে নেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূর সুমনার জ্ঞান ফেরেনি। তবে তার অবস্থা আশঙ্কা জনক।



