স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে ৩ হাজার ৫ শত পিচ ইয়াবাসহ মোঃ কুদ্দুস আলী (২৬)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কুদ্দুস আলী জেলার কোতোয়ালি থানার বড়আচড়া এলাকার মোঃ কাজল হোসেনের ছেলে।
আজ সোমবার পোনে ছয়টায় বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে মোঃ কুদ্দুস আলীর কাধে থাকা কালো রংয়ের স্কুলব্যাগের মধ্যে ২০ (বিশ) টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত সর্বমোট ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা।
গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন,আসামি পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে যশোর জেলার একাধিক থানায় ৪ টি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করা হয়েছে।