মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা নতুন বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ নভেম্বর) সন্ধ্যায় সতীঘাটা নতুন বাজারে এই জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়ন জামায়াতে আমীর অধ্যাপক মুছাহাক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্সি নাজমুল হোসেনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সাধারন সম্পাদক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন রামনগর ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মোল্লা, উলামা বিভাগের সম্পাদক মাওলানা রেজাউল করিম, ০৫ ওয়ার্ড সভাপতি ডাঃ আমিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শাহাজান, পেন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, থানা যুব বিভাগের সমাজ কল্যান সম্পাদক সাহাজুর রহমান, বিল্লাল হোসেন, আবু তাহের, ফয়সাল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মশিয়ার রহমান, সুমন হোসেন ও আরমান হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশত লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
নেতৃবৃন্দ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। প্রোগ্রাম শেষে নেতৃবৃন্দরা অফিস উদ্বোধন করেন।
