মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় ৮নং বাগআঁচড়া ইউনিয়নের দলীয় অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দের সবাইকে প্রধান অতিথি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি আলহাজ্ব মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচারক সম্পাদক নাজমুল খন্দকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান ,সদস্য সোহেল আল মামুন রাজু, ছাত্রনেতা শাহ জামাল বাবু , মতিউর রহমান মতিসহ ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির আহবায়ক খাইরুল আলম তার বক্তব্যে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে।“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।
সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।