ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির জেলা সদরে গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির চতুর্থ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ নভেম্বর ) সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন।
এই সময় গুরু সংঘকে ফুল দিয়ে বরণ করেন রেনু মারমা, সিকিবালা মারমা, উনিমা মারমা পঞ্চশীল গ্রহণ শেষে , বুদ্ধ মূর্তি দান,অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ফানুস বাতি উত্তোলন দান, চৌরাশি হাজার বাতি প্রজ্জলন দানসহ নানাবিধ দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল সুত্র কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব অপরাজিতা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্তঃ মেহেন্দা মহাস্থবির। আপার পেরাছড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্তঃ কেলেসা মহাস্থবির।
এ সময় পন্যার্থীদের উদ্দেশ্য প্রধান ধর্মদেশনা ভদন্তঃ কেলেসা মহাস্থবির। গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির অধ্যক্ষ ভদন্তঃ উপসেন স্থবির , ভদন্তঃ ক্ষেমাসারা স্থবির , ভদন্তঃ তেযসারা স্থবির প্রমুখ।
অনুষ্ঠানে গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির পরিচালনা কমিটি সভাপতি বাবুশ্যি মারমা, সাধারণ সম্পাদক বাবু মারমা। গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধধর্মের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে বোঝায়, যেখানে ভিক্ষুসংঘকে চীবর (পরিষেধ বস্ত্র) দান করা হয়। ঐতিহাসিক স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছরে এ ধর্মীয় উৎসবকে 'কঠিন চীবর দান' হিসেবে পালন করে আসছেন।