
নড়াইলে সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় ক্লাব এন্ড একাডেমির পক্ষ থেকে ফ্রী ক্যাম্পেইন ও বিনা মুল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: অহিদুল্লাহ (অহিদ) ও গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা হেল্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম (আবির) এর তত্বাবধানে
লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন প্রায় পরিষদে ৫ শতাধীক গরিব অসহায় রোগীদের মাঝে এ ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতারন করেন, সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় ক্লাব এন্ড একাডেমি।
সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় ক্লাব এন্ড ইস্পর্স একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইতালীয়ান সিটিজেন মো: তরিকুল ইসলামের সহযোগিতায় নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গত দুই বছর ধরে চলমান দুই জন এম বি বি এস ডাঃ দিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতারণ করা হচ্ছে ।
এ সময় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতারণে উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক মো: শরিফুল ইসলাম, সদস্য সচিব রাব্বি হোসাইন, মূখ্য সচিব মো: সাদ্দাম হোসেন, সিনিয়র সদস্য মো: নান্নু শেখ, মো: জাহাঙ্গীর শেখ, মো: কবির শেখ, মো: হান্নান শিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিচালক মো: শরিফুল ইসলাম সাংবাদিক দের জানান, নড়াইল জেলাকে একটি আদর্শ জেলায় পরিনত করতে এ সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে,গরিব অসহায় রোগী’রা ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ পেয়ে আনন্দে আপ্লুত হয়ে বলেন, আমরা অসহায় মানুষ টাকার অভাবে ঠিক মত ডাক্তার দেখাতে পারি না, ছেলেরা আমাদের দাক্তার দেখায়ে ঔষুধ দিয়েছে। আমরা এই সংগঠনের সাফল্য কামনা করছি।




