
মোঃ ইমদাদ, মাগুরা প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৫নং দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদা ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গোয়ালদা বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু সাঈদ শেখ,
এবং সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম মকিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আলি আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপি’র সদস্য মিহির ক্রান্তি বিশ্বাস ও জর্দার আশরাফুল আলম,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,
শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন,
উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,
সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্লা খলিলুর রহমান,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক মিলন,
এবং মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক আহ্বায়ক রঞ্জু আহমেদ।
সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি ছড়িয়ে দিতে আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



