Thursday, October 30, 2025

কালীগঞ্জে স্মরণসভায় মনোনয়ন প্রত্যাশী নেতারা এক মঞ্চে

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের এক মঞ্চে দেখা গেছে। দির্ঘদিন পরে হলেও এক মঞ্চে বিএনপি জামায়াতের মনোনয়ন প্রত্যাশীদের একত্রিত হওয়ার ঘটনা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক মনে করছেন কালীগঞ্জবাসি।
২৯ অক্টোবর ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তারা একই মঞ্চে আসেন। সাবেক এ সাংসদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ আসন থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা জামায়াতে নায়েবে আমির দলটির নির্বাচিত এমপি প্রার্থী আলহাজ্ব আবু তালিব। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির তিন গ্রুপের প্রথম সারির নেতারা।
অনুষ্টানে উপস্থিত হয়ে জামায়াতের নায়েবে আমির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় নির্বাচিত প্রার্থী আবু তালিব কালীগঞ্জ বিএনপির তিন নেতা এক সাথে কাজ করবেন প্রত্যাশা ব্যক্ত করে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।
তাদের মধ্যে যেই দলের মনোনয়ন পাক সৌহার্দপূর্ণ পরিবেশে কালীগঞ্জবাসির জন্য কাজ করবে বলে আশা করেন। তিনি সাবেক এমপি বেল্টুর জন্য দোয়া করেন এবং নিজের জন্য কালীগঞ্জবাসির কাছে দোয়া চান। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সাবেক এমপি বেল্টুর রুহের মাগফেরাত কামনা করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এক সাথে কাজ করবো, কালীগঞ্জবাসির উন্নয়নে কাজ করবো। দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা দলীয় নির্দেশনা অনুযায়ী মানুষের উন্নয়নে কাজ করবো।
মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক তৃণমূলের তরুণ নেতা হামিদুল ইসলাম হামিদ সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর কর্মকান্ডের প্রসংসা করে বলেন, তিনি ছিলেন আমার ভায়ের মত। তার উন্নয়ন কাজের প্রসংসা করলে শেষ হবে না। তিনি তার রুহের মাগফেরাত কামনা করে বলেন, দেশ নায়ক তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী সামনের দিন থেকে এক সাথে কাধে কাধ মিলিয়ে কালীগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে।
দল যাকে মনোনয় দিবে আমরা তার সাথে এক সাথে কাজ করবো। আরেক মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু স্বামীর জন্য দোয়া চেয়ে বলেন, তিনি কালীগঞ্জে মানুষের জন্য দির্ঘদিন কাজ করেছেন। তার মত উন্নয়ন আর কেউ করতে পারেনি। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে। যাকেই মনোনয়ন দিক না কেন, আমি তার সাথে থেকে স্বামীর দেখানো পথে কালীগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করবো।
প্রসঙ্গত,  দির্ঘদিন ধরে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান বেল্টুর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করে আসছে।
দির্ঘ সময় দলের মধ্যে বিভক্তি থাকলেও বুধবারের কর্মসূচীতে এক মঞ্চে সব নেতারা উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। গত ২৭ অক্টোবর বিএনপির হাইকমান্ড খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেন। সেখান থেকে সবাইকে একসাথে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজ সব নেতারা এক মঞ্চে উপস্থিত থাকা তারই প্রতিফলন মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আধুনিক কৃষি প্রযুক্তিতে সফল ব্রি ধান-৯০  প্রশংসিত বি এম হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর পৌরসভা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমানের তত্ত্বাবধানে ব্রি ধান-৯০ জাতের নমুনা শস্য...

বগুড়া নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত...

রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নি”খোঁজ 

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের গোয়ালগ্ৰামের মোঃ আলমাছ আলী'র ছেলে মোঃ জুয়েল রানা...

শার্শায় পশু চিকিৎসকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাং”চুরসহ দু’জনের মার”ধর

শাহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ইবাদুল টের্ডাস নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর চালিয়ে পশু চিকিৎসক ইবাদুল ইসলাম...