
লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের গোয়ালগ্ৰামের মোঃ আলমাছ আলী’র ছেলে মোঃ জুয়েল রানা (১৮) ২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে গোয়ালগ্ৰাম থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জুয়েল রানা’র অভিভাবক জানান ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্ৰাম এলাকা থেকে নিখোঁজ হন পরে আরপাওয়া যাচ্ছে না।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও জুয়েল রানা’র সন্ধান পাওয়া যায়নি। যদি কারো নজরে পড়ে এই ফোন নাম্বার এ ০১৯০৪৬৫৭৪১ যোগাযোগ করুন। এ বিষয় নিখোঁজ জুয়েল রানা’র বাবা একটি সাধারণ ডায়েরী করেন রৌমারী থানায়।



