
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর (বুধবার) বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হওয়া শোভাযাত্রায় এবং আদালত সড়কে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য ও এনপিপি চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা কাজী শওকত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা মো: আবু মুসা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, এনপিপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন।



