
মোঃ রিপন হোসেন, বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জিয়া পরিবারের জন্য কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে), বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং-এ এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস এবং পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজনসহ ১১টি ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।



