
এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের রামনগরেে দি স্যালভেশন আর্মী কর্তৃক আয়োজিত সমাজভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠা ও এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
দি স্যালভেশন আর্মীর HCCC প্রকল্পের ব্যবস্থাপক শীতল রায়ের নেতৃত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিলীপ কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে সমাজভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
কর্মশলায় প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ইউপি সচিব মিজানুর রহমান, কমিউনিটি অর্গানাইজার এ্যাডওয়ার্ড শ্যামসন বিশ্বাস, রিংকি বিশ্বাস, মেজর রতন সরকার (দি স্যালভেশন আর্মী, যশোর)।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, মহিলা সদস্য মমতাজ বেগম, কমিটির সদস্য মাওলানা জসিম উদ্দিন, কাজী রকিবুল ইসলাম, শিক্ষক এস এম সুজায়েদ হোসেন, প্রভাস কুমার দাস, আতিউর রহমান, ঝর্ণা দাস, পূর্ণিমা বিশ্বাস, সুমি বিশ্বাস, পপি বিশ্বাস, পুরোহিত পলকসহ গ্রাম পুলিশবৃন্দ।কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।



