
নুর বিন রাহাত:
কুয়েতে অবস্থানরত বিশিষ্ট প্রবাসী রাজনীতিক মোঃ শের আলী খান স্বপন, আহব্বায়ক—হাওয়াল্লী প্রদেশ বিএনপি, কুয়েত; সহ-সভাপতি—জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি; প্রতিষ্ঠাতা—দেশনায়ক ফাউন্ডেশন; এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত নাম।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি নানা ধরনের হুমকি, প্রবাসে দূতাবাস জনিত হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একাধিকবার দেশে ফেরার চেষ্টা করলেও স্বৈরাচারী সরকারের সময়ে তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি।
দেশে না থেকেও তিনি ৬৮/১ পাবনা-১ আসনের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নেতৃত্বে প্রবাসে বিএনপি ও দেশনায়ক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ আসন পাবনা-১ (সাথিয়া) থেকে বিএনপি নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মোঃ শের আলী খান স্বপনকে দেখতে চান। স্থানীয় ও প্রবাসী বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণা শুরু করেছেন।
জনগণের প্রত্যাশা—যদি তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, তবে পাবনা-১ আসনে বিএনপি একটি শক্ত অবস্থান পুনর্গঠন করতে সক্ষম হবে।



