
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার কুয়াদা বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ০৩ আসনের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এর পক্ষে ধানের শীষ প্রতীকে লিফলেট বিতরণও গণসংযোগ করা হয়েছে।
রবিবার লিফলেট বিতরণের কালে নেতৃত্ব দেন । যশোর সদর উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি গোলাম রেজা দুলু ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান , সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু। মহিলা নেত্রী হালিমা লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল আজিজ, যুগ্ম আহবায় মারুফ হোসেন, সিরাজ মোল্লা, মাসুদুর রহমান শামীম, বিএনপির নেতা আখতারুজ্জামান শান্তি, জান্নাতুল ইসলাম, ডঃ আলাউদ্দিন, নাসির উদ্দিন টনি, আলাউদ্দিন আলা, সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা একযোগে নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের ভোটার সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেন এবং এলাকার জনগণকে তাদের ভোটাধিকার সঠিকভাবে ব্যবহারে উৎসাহিত করেন।




