
📰 নিখোঁজ সংক্রান্ত প্রতিবেদন 🕯️
মাগুরা থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধি নি’খোঁজ
রাশেদ রেজা বিশেষ প্রতিনিধিঃ
গত ২৪/১০/২০২৫ ইংরেজি তারিখে, রাত ১০:৩০ মিনিটে তিনি মাগুরা সদর থানার পার্শ্বে অবস্থিত ডায়মন্ড ফার্মেসি থেকে কোম্পানির টাকা কালেকশন করার পর থেকে মোঃ রিপন হোসেন (২৩), পিতা মোঃ আশরাফ আলী নিখোঁজ আছেন।
নিখোঁজ রিপন হোসেন মাধবখালী গ্রামের জীবননগর থানার চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
নিখোঁজ হবার আগ পর্যন্ত তিনি Jeison Fharma LTD-এ কর্মরত একজন সৎ ও দায়িত্বশীল কর্মী ছিলেন।
গতকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, এবং পরিবার বা সহকর্মীরা তার কোনো খোঁজ পাচ্ছেন না।
যদি কেউ তার কোনো সন্ধান বা তথ্য পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে (01936-178933) যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।।
উল্লেখ্য মাগুরা সদর থানাতে পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।।



