
ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
পাহাড় ডিঙ্গিয়ে উঠবো মোরা, শিক্ষার মশাল জ্বেলে এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি ভাইবোন ছড়ায় ছোটবাড়ি গ্রামে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ভাইবোন ছড়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ উত্তর উপ আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা সমাজ আয়োজনে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক প্রশান্ত কুমার ত্রিপুরা’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম।
এ সময় জিপিএ ৫ প্রাপ্ত ৬ জনকে শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৩শত ২০জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়েছে।



