
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়ার ব্যবসায়ী শাহ নেওয়াজ কবির টিপুকে বালুতে পুতে ৪ কোটি টাকা আদায় মামলায় নওয়াপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেট প্রধান
রুহুল আমিন বিশ্বাস (৪০) কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পাইকারি মাছবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের পাইকারি মাছ বাজার একাকার মৃত ইব্রাহীম বিশ্বাসের পুত্র।
দীর্ঘদিন ধরে সে প্রকাশ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া চালিয়ে বেড়াতো বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, নওয়াপাড়ার মাদক সিন্ডিকেটের এক অংশ চলতো রুহুলের চোখের ইশারায়। নওয়াপাড়া রেল স্টেশন মাছ বাজার এলাকা জুড়ে ছিল তার একক আধিপত্য।
জনা যায়, গত ১৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় সংঘবদ্ধ একদল যুবক দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিচ্ছে।
ভিডিওটির নেতৃত্বে ছিলেন রুহুল আমিন বিশ্বাস। রুহুলের সহযোগী আসাদুল ওরফে আসাদ একটি বিদেশি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, পাশে ইউসুপ, তাজুসহ আরও কয়েকজন দেশি অস্ত্র হাতে উল্লাস করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নওয়াপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে অভয়নগর থানার দুটি বিশেষ টিম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রুহুলকে আটক করে। এসময় তাকে পুরোনো দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়,সেই সাথে ব্যবসায়য়ী টিপুকে বালুতে পুতে চার কোটি টাকা আদায় মামলায় তাকে আটক দেখানো হয়।
স্থানীয়দের অভিযোগ—রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেটগুলো মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় ভয় ও প্রভাব বিস্তার করতে অস্ত্র ব্যবহার করে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “রুহুলের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। পুলিশ আসলেও কেউ সাক্ষী দিতে চাইত না। “প্রকাশ্যে অস্ত্র হাতে ঘোরা, মারামারি, হামলা, বোমাবাজি—এসব ছিলো রুহুলের নিত্যদিনের ঘটনা।
পুলিশ এবার যদি কঠোর ব্যবস্থা নেয়, তাহলে হয়তো এলাকায় শান্তি ফিরবে।
অস্ত্র উদ্ধার না হওয়ায় স্বস্তিহীনতা সাধারণ মানুষ সাময়িক স্বস্তি পেলেও এখনো ভয় কাটেনি। তাদের আশঙ্কা—রুহুলের হাতে থাকা অস্ত্রগুলো উদ্ধার না হলে ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার না করলে অচিরেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে।
এ বিষয় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম রুহুলকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, রুহুলের কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার হয়নি।”
“অস্ত্র হাতে মহড়ার ভিডিওটি বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভিডিওটা কয়েক মাস আগের এই মহড়ার পর তাকে আটক করা হয়েছিল। এবার আবার গ্রেফতার করা হয়েছে।
ওসি তাকে আটকের কথা বললেও
তথ্য বলছে ভিন্ন কথা , তথ্য অনুসন্ধানে জানা গেছে। অস্ত্র মহড়ার পর রুহুল আটক হয় নি। তাকে কবে কোন মামলায় আটক করা হয়েছে জানতে চাইলে ওসি জানান, এ বিষয়ে তার কাছে কোন তথ্য নেই।