
মোঃ রিপন ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার ৪নং এরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ভোটার কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে একলিয়া ইউনিয়নের শিকারপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহমেদ খান রবেল।
এরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল আলম, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলামিন পেস্তা, সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, এরুলিয়া ইউনিয়ন বিএনপিরনভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল পলাশ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি খোকন শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী ভোটার কেন্দ্র কমিটি গঠন সময়ের দাবি। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে ৪নং এরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বগুড়া।