
এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় গবাদি পশুর ভ্যাকসিন ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কামালপুর গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গবাদি পশুর ভ্যাকসিন ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো পশুর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গবাদি পশুদের টিকাদান, কৃমিনাশক বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
কর্মসূচিতে ছাগল, ভেড়া, গাভী, বকনা, ও ষাঁড়সহ প্রায় একশত গবাদি পশুকে তড়কা, বাদলা, ক্ষুরারোগ ও জলাতঙ্কের মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষার জন্য ভ্যাকসিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াদা শাখার ব্যবস্থাপক আরিফুর রহমান আরিফ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান (মনিরামপুর পশু হাসপাতাল), ওয়াহিদুজ্জামান (F.A) এবং সুজন হালদার, সহকারী টেকনিক্যাল অফিসার (S.C.F)।
জাগরণী চক্র ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় কৃষক ও পশুপালকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তারা এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।