
মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুরে সেফাল ফর ইন্টাগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (আই,ডব্লিউ,আরএম) এর তত্বাবধানে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোলিডারিয়েড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্রের যৌথ আয়োজনে মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (২১শে অক্টঃ) বেলা ১১টায় অনুষ্ঠিত এ নিয়মিত ত্রৈমাসিক কার্যবিবরণী সভার সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
সলিডারিয়েড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌসে’র আনুষ্ঠানিক সূচনায় অনুষ্ঠিত ত্রৈয়মাসিক এ নিয়মিত সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন,মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শোভন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) ফয়সাল আহম্মেদ রকি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক,পানি উন্নয়ন বোর্ড(পাউবো) যশোর জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তরা পানী সম্পদ ব্যবস্থাপনার আইনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান,প্রশাসক,বিভিন্ন পেশাজীবি সদস্যদের সমন্বয়ে ৯টি ইউনিয়নের পানি সম্পদ ব্যাবস্থাপনার সমন্বিত কমিটির মধ্য ৩ সদস্যের কমিটি নির্ধারনের মাধ্যমে সভা ত্যাগ করেন।
সাথে সাথে চলতি অর্থ বছরে কয়েকটি খাল খননের আসাবাদ ব্যাক্ত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর জেলা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।