Wednesday, October 22, 2025

স্বপ্নবাজ সালমানের স্বপ্নপূ’রণে বা’ধা পরিবারের দারি’দ্র্যতা

Date:

Share post:

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

স্বপ্ন যখন বড় হয়, তখন হাজারো প্রতিবন্ধকতা তাকে রুখতে পারে না। যেমনটা পারেনি কুড়িগ্রামের ফুলবাড়ীর দরিদ্র এক পরিবারের ছেলে সালমান ফারসিকে। বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটন, বড়ভাইয়ের বেকারত্ব সবকিছু ছাপিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সালমান জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার স্বপ্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করার। তবে স্বপ্নবাজ সালমানের স্বপ্নপূরণে বাধা পরিবারের দারিদ্র্যতা।

সালমানের বাড়ি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামে। সে শাহ্ বাজার এএইচ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী। পরিবারে বাবা আবেদ আলী পেশায় দিনমজুর, তবে গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় তিনি কর্মক্ষম নন। সালমানের এক বড়ভাই থাকলেও তিনিও বেকার। অভাবই পরিবারটির নিত্যসঙ্গী। সংসারের এমন পরিস্থিতিতে সালমানের ভালো ফলাফল যেন পরিবারে নতুন করে আশার আলো জ্বেলে দিয়েছে।

সালমান বলে, ‘আমি বাবা-মা আর শিক্ষকদের উৎসাহে ও সহযোগিতায় পড়ালেখা চালিয়ে গিয়েছি। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমার স্বপ্ন আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। আমি চাই লেখাপড়া শেষ করে মানুষের সেবা করতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সালমান আরও বলে, ‘আমার এ পর্যন্ত আসার পথটা সহজ ছিল না। অভাবের সংসারে বাবা-মা ও বড়ভাইয়ের পক্ষে আমার লেখাপড়ার খরচ জোগাড় করা সম্ভব ছিল না। আমি যখন নবম শ্রেণির ছাত্র, তখন টাকার অভাবে আমার লেখাপড়া বন্ধ হওয়ায় উপক্রম হয়েছিল। আমি ঢাকা, সিলেট ও কুমিল্লায় কাজের সন্ধানে যেতাম। সেখানে গিয়ে কখনো রাজমিস্ত্রীর কাজ করতাম। কখনো দিনমজুরি করে টাকা রোজগার করতাম। রোজগারের কিছু টাকা বাড়িতে পাঠানোর পাশাপাশি নিজের লেখাপড়ার জন্য সঞ্চয় করতাম। এভাবে প্রায় এক বছর কেটে যায়। বাড়ি ফিরে আবার মাদরাসায় যাওয়া শুরু করি। স্যারেরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। আমি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। বাইরে গিয়ে ভালো কোন প্রতিষ্ঠানে এইচএসসিতে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু অভাবের কথা চিন্তা করে সাহস করিনি।

পরে একই মাদরাসায় আলিমে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আবার দেশের বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাই। স্যারদের সহযোগিতা আর আমার পরিশ্রমে ও খোদাতায়ালার অশেষ কৃপায় এবারেও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছি। ধারদেনা করে বর্তমানে রংপুরে উদ্ভাস কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। তবে অর্থাভাবে ভালো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব কিনা সে শঙ্কায় আছি। লেখাপড়া চালিয়ে যেতে সরকারি বেসরকারি সহায়তা কামনা করছি।’

মা দুলালী বেগমের চোখেও ছেলের ভবিষ্যত নিয়ে উদ্বেগ। তিনি বলেন, ‘একদিকে সংসারের অভাব আর ছেলের পড়ালেখা, দুই দিক সামাল দিতে পারছি না। সহায়তা না পেলে ছেলেটার পড়ালেখা বন্ধ করে দিতে হবে, এটা ভাবলেই বুকটা ফেটে যায়।’

সালমানের প্রতিবেশীরাও মুগ্ধ তার সাফল্যে। একজন বলেন, এই এলাকায় আটজন ছেলে- মেয়ে এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে। এরমধ্যে সালমানের পরিবারের অবস্থা একেবারে লাজুক। অভাবের সংসারে থেকেও সালমান এত ভালো রেজাল্ট করবে, এটা ভাবিনি। কিন্তু সামনে তো অনেক খরচ। যদি কেউ ওর পাশে না দাঁড়ায়, তাহলে ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।’

শাহ বাজার এএইচ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিঞা বলেন, ‘ সালমান ফারসি আমাদের মাদরাসার অত্যন্ত গরিব ও মেধাবী শিক্ষার্থী। আমরা শিক্ষকরা তাকে যতটা পেরেছি, সহযোগিতা করেছি। তার স্বপ্নপূরণে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করছি।’

সালমান ফারসির মতো অদম্য মেধাবীরা সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে। তার প্রয়োজন একটু সহযোগিতা, একটু সহমর্মিতা। সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের আন্তরিক সহযোগিতাই পারে সালমানের স্বপ্নপূরণের যাত্রাকে সুগম করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে গবাদি পশুর ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় গবাদি পশুর ভ্যাকসিন ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

মনিরামপুরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে সেফাল ফর ইন্টাগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (আই,ডব্লিউ,আরএম) এর তত্বাবধানে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির...

চুকনগর মহাসড়কে কাভারভ্যান-মোটরসাইকেল মুখো’মুখি সং’ঘর্ষে যুবক নি’হত কিশোর আ’হত

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের চুকনগর মহাসড়কের সতীঘাটা কামালপুর মসজিদ সংলগ্ন এলাকায় কাভারভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া ২নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্রীয় কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধি ঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া পাঁচ আউলিয়া দাখিল মাদ্রাসা মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...