
আরিফুল ইসলাম আরিফ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতন বন্ধের প্রতিবাদ এবং ৫ শতাংশ (৫%) বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ,বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন,ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম,গংগার হাট এমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,শিমুলবাড়ী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল মালেক,পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিউল ইসলাম,বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুর,কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহঃ মৌলভী শিক্ষক মঈনুদ্দিন সেলিম,অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া,খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হায়দার আলী,গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আকলিমা খাতুনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে।” তারা সরকারের প্রতি দ্রুত শিক্ষক সমাজের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং ৫ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানায়।