
রিপন বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদরের নামুজা ইউনিয়নের হুকমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নামুজা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড হুকমাপুর কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভা নামুজা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল বাছেত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম।
বিশেষ অতিথির সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এসএম রাসেল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ
সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাস্টার, সাবেক সভাপতি মোকাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মজনুর রায়হান, হাসান তারেক, আইনুল হক জামাল,শাহিন মাহমুদ,সদর উপজেলা মৎস্যজীবিদলের সহ সভাপতি খোকন শেখ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবক বিষয়ক আঃ রাজ্জাক,যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মামুন, যুগ্ম আহবায়ক সাব্বির রহমান,কৃষকদলের সভাপতি জুয়েল ,স্বেচ্ছাসেবকদলের
জাহাঙ্গীর হোসেন, ইউছুফ আলী,
যুবনেতা আজিজুল হক সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন।