
আশিক বিশ্বাস, মোংলা বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা নদী থেকে গলায় ফাঁস লাগানো এক মৃত কুমির উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মোংলা শহরতলীর নারকেলতলা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে বনরক্ষীরা। পরে সন্ধ্যার দিকে মৃত কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র এলাকায় মাটি চাপা দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কুমিরটি একটি পুরুষ প্রজাতির, দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং বয়স আনুমানিক ১৫-১৬ বছর। কুমিরটির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে এবং দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নদীতে ভেসে আসা কুমিরটিকে প্রথম দেখতে পান তারা। পরে বিষয়টি বনরক্ষীদের অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটি উদ্ধার করেন।
করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন,
ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে কুমিরটি মারা গেছে। কুমিরটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। কীভাবে কুমিরটি মারা গেছে বা কেউ হত্যা করেছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।