
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের চুকনগর মহাসড়কে রাজারহাট রেলগেট সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক দোকানঘরে ঢুকে ভেঙে চুরমার করেছে। এতে হাসিবুর রহমানের মালিকানাধীন ভ্যারাইটিজ স্টোরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক বেনাপোলগামী মাল আনতে যাচ্ছিল। পথিমধ্যে রাজারহাট রেলগেট সংলগ্ন এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে থাকা দোকানঘরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালককে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার, যার বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। স্থানীয়দের ধারণা, প্রকৃত চালক ট্রাকটি চালালে এমন দুর্ঘটনা নাও ঘটতে পারত।
ভুক্তভোগী দোকান মালিক হাসিবুর রহমান বলেন,
“প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি আমার দোকান ভেঙে চুরমার হয়ে গেছে। মালামাল নষ্টসহ ভবনের নিচতলার পিলার ভেঙে গেছে। আনুমানিক তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ট্রাকের মালিক মনিরামপুরের বিপুল ঘোষ বাবু ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ট্রাকটি স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।