
রিপন বগুড়া প্রতিনিধি ঃ
শনিবার সন্ধ্যায় নুনগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রজাকপুর হাইস্কুলে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নুনগোলা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ জহুরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি খোকন শেখ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খাজের আলী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা বেগম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাজেদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন, ১নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক জিন্নাহ মাস্টার, সদস্য দৌলত হোসেন, শ্রী সুবাস, সাজাহান আলী,খায়রুল প্রমুখ।
সভায় হাজারও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।



