
মণিরামপুর প্রতিনিধিঃ
বর্নাঢ্য র্যালি,হাত ধোয়া ক্যাম্পেইন ও পরিষ্কার পরিছন্নতা বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উৎযাপন করেছে মণিরামপুর পৌরসভা।
’স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ‘এ প্রতিপাদ্যকে সামনে রেখে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন, বর্নাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ গ্রহন করেন মণিরামপুর পৌরসভার প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
বুধবার (১৫ই অক্টঃ)বেলা ১১টাই উপজেলা পরিষদের সামনে হাত স্যানিটেশন মাস ও ধোয়া দিবসের উদ্বোধনের পর উপজেলা চত্বর হতে একটি র্যালি মণিরামপুর পৌরসভার কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে হাত ধোয়া ক্যাম্প পরিদর্শন ও ফটোসেশান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মণিরামপুর পৌরসভার সচিব মোঃ তৌউফিকুল ইসলামের সভাপতিত্বে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয়দেব কুমার,প্রাথমিক শিক্ষা অফিসার আবু মুত্তালিব,আসাদুজ্জামান রয়েল,মোঃ হেলাল উদ্দিন,অমিয় চক্রবর্তী, শাহিন হোসেন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।