বুলবুল হোসেন:
টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। তাদের সঠিক শিক্ষা ও অনুপ্রেরণা দিতে পারলে ভবিষ্যতে তারা দেশকে এগিয়ে নিতে পারবে। প্রোটেক্টিভ ইসলামী লাইফের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সন্তানদের প্রতি দায়িত্বশীল হোন, তাদের সময় দিন এবং তাদের মধ্যে মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। তিনি বলেন, বৃত্তি শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা। আমাদের সন্তানরা যেন সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিতে পারে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন,
সন্ধ্যার পর বাচ্চাদের বাইরে যেতে না দেওয়া এবং অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা উচিত। এতে তারা মনোযোগী হয়ে পড়াশোনায় আরও ভালো করতে পারবে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। সভাপতিত্ব করেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালক কাশেম মিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন প্রশাসন কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন।