আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি:
সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার দিকে পৌর শহরের কবরস্থান রোড শ্রমিক সংঘ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ির গতিরোধ করেন বনি আমিন ও মাহমুদ। কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়ি থেকে একটি কাঠের লাঠি দিয়ে পিছন থেকে তার মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
এ সময় মহিদুল মাটিতে লুটিয়ে পড়েন। তার স্ত্রী স্বামীর প্রাণ বাঁচাতে গেলে তাকেও মেরে আহত করেন তারা। মহিদুলের সঙ্গে মাহমুদ ও বনি আমিনের পূর্ব শত্রুতা চলছিল বলে জানান এলাকাবাসী।
পরে স্থানীয়রা মহিদুলকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা রত অবস্থায় মৃত্যুবরণ করেন।