
ডাকের দৌড়ে স্বপ্ন
ডাকের দৌড়ে স্বপ্ন
চিঠির খামে জোড়া শব্দে
ভেসে আসে গান,
ডাকের পথে মিশে থাকে
মনেরই আহ্বান।
লণ্ঠন হাতে দৌড়ায় সে
পথিক ডাকিয়া,
বৃষ্টি-ধারা, রোদ-ঝড় পেরায়
বুকে আশিয়া।
দূর প্রান্তে পৌঁছে দেয়
আশার বানীখানি,
কাগজে লুকানো ভালোবাসা
ছুঁয়ে যায় প্রাণখানি।
বুকের তরে সঞ্চিত কথা
ডাকই করে দায়,
মানুষে মানুষে সেতু গড়ে
চিঠির পাখায় যায়।
আজকে বিশ্ব ডাকের দিনে
শ্রদ্ধা জানাই তাই,
বার্তা বয়ে চলুক চিরে
আলোকিত পথ ঠাঁই।