Wednesday, December 17, 2025

জাতীয় সাংবাদিক মঞ্চে মাল্টিমিডিয়া কমিটি গঠন

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ :

সাংবাদিকতা হোক দলীয় দাসত্বমুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সাংবাদিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাল্টিমিডিয়া কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত জলপাই রেস্তোরাঁয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া এই জমকালো আয়োজনটিতে উপস্থিত ছিলেন দেশের গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানে ঘোষিত মাল্টিমিডিয়া কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক সত্যকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার শরিফুল ইসলাম।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য পিপলস-এর জিএম রাশেদ, দৈনিক স্বদেশ বাংলার মাল্টিমিডিয়া রিপোর্টার জাবির আহমেদ জিহাদ, এবং মিজানুর রহমান।

এছাড়া সদস্য সচিব হয়েছেন তালাশ বিডির আলী আজগর,
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ এডিশনের শাহরিয়ার ফাহিম শিহাব ও মেহেদি হাসান বাপ্পি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবু বকর, নাঈম খান, শাহরিয়ার ফাহিম বিন হিরন, আব্দুল্লাহ, আয়ুব আলী, প্রদীপ কুমার পাল, ইমরান হোসেন মকর, সাইমন রহমান রিয়াদ, ইসরাফিল, মোহাম্মদ খোকা, আশিকুর রহমান, সোলায়মান, সুমন, মনিরুজ্জামান ও শিমুল হাওদা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, “আজকের স্লোগানটি সময়োপযোগী ও প্রাসঙ্গিক। সাংবাদিকতা তখনই জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে, যখন তা দলীয় প্রভাবমুক্ত থাকে। জাতীয় সাংবাদিক মঞ্চের এই উদ্যোগ সাংবাদিক সমাজের জন্য এক সাহসী পদক্ষেপ।”

বিশেষ অতিথি মেজর জেনারেল (অব.) আবুল কালাম বলেন, “সাংবাদিকতা হলো সমাজের আয়না। এই আয়নাকে বিকৃত হতে দেওয়া যাবে না। সত্য প্রকাশে সাংবাদিকদের পেশাগত সততা বজায় রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান নিজামী বলেন, “আমরা যে শ্লোগানকে ধারণ করেছি—‘সাংবাদিকতা হোক দলীয় দাসত্বমুক্ত’, এটি কেবল বাক্য নয়, এটি আমাদের অঙ্গীকার। সাংবাদিকদের মর্যাদা ও নিরপেক্ষতা আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে।”

মাল্টিমিডিয়া কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, “ডিজিটাল যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন সংবাদ পরিবেশনের কেন্দ্রবিন্দু। আমাদের লক্ষ্য হচ্ছে তথ্যপ্রবাহকে আরও গতিশীল ও নির্ভরযোগ্য করা।”

যুগ্ম আহ্বায়ক জাবির আহমেদ জিহাদ বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকতার শক্তি হলো তাৎক্ষণিকতা ও বাস্তবচিত্র তুলে ধরা। আমরা চাই, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের সুর আরও জোরালোভাবে জনগণের কাছে পৌঁছে যাক।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিন সফল-এর সম্পাদক ও প্রকাশক ড. সৈয়দ হুমায়ুন কবির। উদ্বোধন করেন বিবিএন নিউজের চেয়ারম্যান মো. শফিকুর রহমান।
এছাড়া মুখ্য আলোচক হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও মোটিভেশনাল স্পিকার ফারজানা ব্রাউনিয়া, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় সাংবাদিক মঞ্চের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন।

সভা শেষে জাতীয় সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে অতিথি ও নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে নানা আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে , মাগুরা শ্রীপুরে ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস...

মহান বিজয় দিবসে কেশবপুর নিউজ ক্লাবের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি:  মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ হতে সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে...

গোদাগাড়ীতে প্রি-পেইড মিটার বা’তিলের দা’বিতে মানব’বন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মাসুদ আলম, গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার...

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ের একই ব্যাচ ও একই গ্রামের ৩ জন মেডিকেলে চান্স এটাই প্রথম

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী একই গ্রামের তিনজন ও উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২...