
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
প্যলেস্টাইনের নিরন্ন মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লটিলার জাহাজ সমুহ আটকে দেয়া ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহ এ মানববন্ধন করে ।
দিপংকর দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হারুন অর রশীদ, এ্যাডঃ আমিনুর রহমান হিরু, এ্যাডঃ বাসুদেব বিশ্বাস,চঞ্চল সরকার, প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব জিল্লুর রহমান ভিটু ও খবির শিকদার প্রমুখ।
এই মানব বন্ধন থেকে বক্তারা বলেন, খুনি ইজরাইলের দানবীয় রুপ বিশ্বকে যেমন অস্থিতিশীল করছে, সাথে সাথে বিশ্বের সংখ্যাগরিষ্ট দেশের মানবাধিকার কর্মীদের ত্রাণ বহরে হামলা ও গ্রেফতার করে বিশ্ব মানবতার প্রতি যে অসম্মান দেখিয়েছে এবং ভারতে খুনি নরেন্দ্র মোদির সরকার দ্বারা আদিবাসী ও মাওবাদীদের হত্যা ও বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের আনাগোনারও প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে যুদ্ধবিদ্ধস্ত নিরন্ন প্যালেসরটাইনীদের কাছে ঐ ত্রাণ দ্রুত পৌঁছে দেয়া ও গ্রেফতার করা মানবাধিকার কর্মীদের মুক্তি দেয়ার দাবী জানানো এবং মানবতার পক্ষে ও সমস্ত মানুষকে ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানান।