
মণিরামপুর প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নে মৎস ঘেরে ক্ষতিকারক মুরগীর বিষ্ঠার লিটার মাছের খাবার হিসেবে ব্যবহারের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনায় এক ঘের মালিককে ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(মাজিস্ট্রেট) নিশাত তামান্না।
সোমবার ৬ই অক্টোবর পরিচালিত ভ্রাম্যমান আদালতের রায় অনুযায়ী ঐ ব্যাবসায়ীর অর্থদন্ডের নগদ ৫০,০০০ টাকা তাৎক্ষণিক আদায় করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছ মণিরামপুর উপজেলা নির্বাহী কার্যালয় কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান মৎস ঘেরে মুরগীর লিটার আইনত দন্ডনীয় অপরাধ। পরিবেশ ও স্বাস্থ্য ক্ষতিকারক মুরগির লিটার মাছের খাদ্য হিসাবে ব্যাবহার করায় ঐ ঘের মালিককে ১ মাসের কারাদণ্ড অনাদায়ে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।