
এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে চলতি মৌসুমে বেরো আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। চারদিকে সোনালী শস্যে ভরে উঠেছে মাঠ, কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি।
কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রামনগর ইউনিয়নে এ বছর প্রায় ১৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭২ হেক্টর কম। তবুও অনুকূল আবহাওয়া, সময়মতো চারা রোপণ এবং সঠিক পরিচর্যার কারণে রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের আশা করা হচ্ছে।
এ বছর এলাকায় প্রধানত ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৮৭, ব্রি ধান-১০৩ এবং গুটিস্বর্ণ জাতের ধান বেশি চাষ করা হয়েছে।
স্থানীয় কৃষক শাহিন শেখ বলেন,
“আমি ৭ বিঘা জমিতে বেরো আমন ধান চাষ করেছি। গতবারের তুলনায় এ বছর ফসল অনেক ভালো হয়েছে। ভালো দাম পেলে আমাদের সারাবছরের পরিশ্রম সার্থক হবে।”
কৃষি কর্মকর্তা আতিয়া পারভীন জানান,
“সময়মতো চারা রোপণ, পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমনের ফলন ভালো হবে বলে আমরা আশা করছি। রামনগর, কাজিপুর, ভাটপাড়া, কামালপুর, বালিয়াডাঙ্গা এবং সিরাজসিং এলাকার কৃষকেরা বর্তমানে ফসল ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত।
তিনি আরও জানান, কিছু এলাকায় পোকা আক্রমণের খবর পাওয়া গেলেও দ্রুত মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।