
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা সমাজকল্যাণ কমিটি, গোদাগাড়ী, রাজশাহী কর্তৃক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ২০২৫) বেলা ৩ টায় উপজেলা সমাজসেবা অফিস এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে অনুদানের চেক হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, (যুগ্ম-সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি
আব্দুল মানিক, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার , রাজকুমার শাও
আদিবাসী সম্প্রদায়ের নেতা।
আলোচনা শেষে ১০২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২০০০ (দুই হাজার) ও ১১৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০০(দুই হাজার) করে মোট ৪,৩২,০০০/- টাকা দেওয়া হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা যারা ছাত্র তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোন কথায় কান না দিয়ে লেখা পড়া করে নিজের পায়ে দড়াতে হবে।সমানে অনেক পথ পাড়ি দিতে হবে।তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। আর যারা অভিভাবক আছেন তারা আপনাদের সন্তানকে সব সময় অনুপ্রেরণা দিবেন। তাদেরকে কখনো ধমক দিবেন না।