প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৫০ পি.এম
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ: জনজীবন স্থবির, দূর পাল্লার পরিবহন বাসগাড়ি গুলো ছেড়ে গেছে ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। স্থবির হয়ে আছে জনজীবন। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃংখলা বাহিনী। একই অবস্থা জেলার গুইমারা উপজেলায়। উপজেলায় গতকাল সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তার কারনে যানবাহন ও মানুষের চলাচল সীমিত রয়েছে। সাধারণ মানুষের মাছে ভোগান্তি বেড়েছে, দোকান পাট বন্ধ রয়েছে বেশির ভাগ। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও জোরদার রয়েছে । খাগড়াছড়ি চলমান সড়ক অবরোধ খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচলে শিথিল করেছে জুম্ম ছাত্র জনতা। আজ দুপুর ১২ টার পর থেকে অবরোধ খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম দূর পাল্লার রুটের পরিবহনগুলো ছেড়ে গেছে। মানুষের মাঝে কিছুতা স্বস্তি ফিরেছে। কয়েক দিন পরিবার থেকে দূরে থাকায় চিন্তিত ছিল আজ শিথিল করেছে মনের আনন্দে বাড়ি ফিরছে। টুরিস্ট রোকেয়া বেগম বলেন ঢাকা থেকে আসছি, ঘুরার জন্য সাজেকে গেছি সাজেক থেকে ফেরার পথে অনেক কষ্ট হয়েছে অবরোধের কারণে, খাগড়াছড়িতে দুইদিন ধরে আটকায় আছি জুম্ম ছাত্র জনতা পর্যটকের জন্য আজ দুপুর ১২ঃ০০ টা থেকে শিথিল করেছে তাই আমি মনের আনন্দে ঢাকায় ফিরে যাচ্ছি। আরেক যাত্রী চট্টগ্রাম থেকে আসছি, অবরোধের কারণে আমার মতো অনেক যাত্রী আছে ঠিকমতো টিকেট ও পাচ্ছি না। কোনো রকম শেষে টিকেট পেয়েছি, ভালো শিট পায়নি তারপরেও চলে যাবো। খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দিন বলেন, দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম গাড়ি ছেড়ে যাচ্ছে শহরের কাউন্টার থেকে কোনো অসুবিধা নেই। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ধর্ষণ বিষয়ে পুলিশ একজনকে আটক করে। আসামিকে ৬ দিনের রিমান্ডে রয়েছে। জেলা সদরে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের প্রতিটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন পুলিশ সুপার।
ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। স্থবির হয়ে আছে জনজীবন। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃংখলা বাহিনী। একই অবস্থা জেলার গুইমারা উপজেলায়। উপজেলায় গতকাল সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে নিরাপত্তার কারনে যানবাহন ও মানুষের চলাচল সীমিত রয়েছে। সাধারণ মানুষের মাছে ভোগান্তি বেড়েছে, দোকান পাট বন্ধ রয়েছে বেশির ভাগ।
শহরে
আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও জোরদার রয়েছে । খাগড়াছড়ি চলমান সড়ক অবরোধ খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচলে শিথিল করেছে জুম্ম ছাত্র জনতা।
আজ দুপুর ১২ টার পর থেকে অবরোধ খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম দূর পাল্লার রুটের পরিবহনগুলো ছেড়ে গেছে। মানুষের মাঝে কিছুতা স্বস্তি ফিরেছে।
কয়েক দিন পরিবার থেকে দূরে থাকায় চিন্তিত ছিল আজ শিথিল করেছে মনের আনন্দে বাড়ি ফিরছে।
টুরিস্ট রোকেয়া বেগম বলেন ঢাকা থেকে আসছি, ঘুরার জন্য সাজেকে গেছি সাজেক থেকে ফেরার পথে অনেক কষ্ট হয়েছে অবরোধের কারণে, খাগড়াছড়িতে দুইদিন ধরে আটকায় আছি জুম্ম ছাত্র জনতা পর্যটকের জন্য আজ দুপুর ১২ঃ০০ টা থেকে শিথিল করেছে তাই আমি মনের আনন্দে ঢাকায় ফিরে যাচ্ছি।
আরেক যাত্রী চট্টগ্রাম থেকে আসছি, অবরোধের কারণে আমার মতো অনেক যাত্রী আছে ঠিকমতো টিকেট ও পাচ্ছি না। কোনো রকম শেষে টিকেট পেয়েছি, ভালো শিট পায়নি তারপরেও চলে যাবো। খাগড়াছড়ি সড়ক
পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দিন বলেন, দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম গাড়ি ছেড়ে যাচ্ছে শহরের কাউন্টার থেকে কোনো অসুবিধা নেই।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ধর্ষণ বিষয়ে পুলিশ একজনকে আটক করে। আসামিকে ৬ দিনের রিমান্ডে রয়েছে। জেলা সদরে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের প্রতিটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন পুলিশ সুপার।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।