
এম, ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা সিরাজসিংগা ৮ নং ওয়ার্ডে ২ কিলোমিটার সড়ক পাকাকরণের জরিপের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ জরিপ কার্যক্রম চলে।
দীর্ঘ ২৩ বছর পর অবশেষে রামনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডহরসিংগা হতে বাদুরতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য জরিপ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,রামনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ রায়, উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নার্গিস আক্তার, এম এ রায়হান সুপারভাইজার কবির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ মোল্লা, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান টগর, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডাঃ আলাউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। মাঠ থেকে ধান, পাট, আখ, ভুট্টা, গম ও সবজি বাড়িতে আনা এবং বাজারে পণ্য পরিবহনে তাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, রাস্তাটি পাকাকরণ হলে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে ব্যাপক সুবিধা হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।