
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও রেলীর আয়োজন করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর২০২৫) হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এর সমর্থিত সমবায় সমিতির উদ্যোগে গোদাগাড়ীর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কনকচাঁপা, ফুলবাড়ী, ছয়ঘাটি, ডালিয়া, গোদাগাড়ী, রিশিকুল ও পাকড়ি মহিলা সমবায় সমিতি লিঃ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিগার হাসনাত, উপজেলা সমবায় কর্মকর্তা, গোদাগাড়ী। হেইফার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মো:রেজা-ই-রাব্বী হিমেল, প্রোগাম আফিসার।
আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিলুফার ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মো: আল আমিন উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার, গোদাগাড়ী, এছাড়াও বিভিন্ন সমিতির সভাপতিরা বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মানোয়ারা বেগম, সভাপতি কনকচাঁপা মহিলা সমবায় সমিতি লি:
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, ওয়েভ ফাউন্ডেশন এবং বিভিন্ন সমবায়ের ম্যানেজার বৃন্দ।
প্রধান আতিথি, বিশেষ আতিথি সহ সমবায় নেতৃিরা সমবায় সমিতি গঠনে এবং গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অবদানের কথা উল্লেখ করেন। সেইসাথে উপজেলা সমবায় কর্মকর্তা, গোদাগাড়ী হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশকে সমবায় সমিতিগুলোকে বিভিন্ন সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলার তিনটি এতিমখানাকে ০৭ টি সমবায় থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ওসমান গনি ওয়েভ ফাউন্ডেশন।