
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর বদলি আদেশ স্থগিত করে বর্তমান কর্মস্থলে রাখার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, সকাল ১১ টায়
গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে গোদাগাড়ী গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ছাত্রসহ সর্বস্তরের জনগণ।
গোদাগাড়ী উপজেলার জনসাধরণের প্রাণের দাবি ফয়সাল আহমেদ এর চলমান উন্নয়নমূলক কাজগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত
গোদাগাড়ী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে আমরা দেখতে চাই। জনস্বার্থে সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করছি
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে তুলে ধরে বক্তারা বলেন, ফয়সাল আহমেদ মাত্র সাত মাসে জনগণের আস্থার প্রতীক হিসেবে হৃদয়ে জায়গা করে নেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই তিনি দিন-রাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের কথা শুনতে ছুটে গিয়েছেন।মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হওয়ায় তিনি মাদকের বিরুদ্ধে তিনি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে গোদাগাড়ীকে মাদকমুক্ত করার জোর প্রচেষ্টা চালান।চর এলাকার অসহায় মানুষের দ্রুত স্বাস্হ্যসেবা নিশ্চিত করার জন্য স্প্রীড বোর্ডের ব্যবস্হা করেন। শিশুদের বিনোদনের জন্য মিনি শিশু পার্ক গড়ে তোলেন। তরুণ প্রজন্ম মাদকাসক্ত না হয় এজন্য তাদের মাঝে খেলার সামগ্রী তুলে দেন।
কোন সমস্যা দেখা দিলে স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।
তারা আরও বলেন, সব সময় আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্যের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন।
এ জন্য গোদাগাড়ী উপজেলার মানুষের প্রাণের দাবি ফয়সাল আহমেদের বদলির আদেশ বাতিল করে স্ব পদে বহাল রাখতে হবে।
সমাজ ও মানব কল্যান সংঘের মহাসচিব নূরে আলমের সঙ্গে কথা বললে তিনি বলে নির্বাহী কর্মকর্তার হঠাৎ বদলির আদেশ জনগন হতাশ। প্রত্যেককে বদলি হতে হবে কিন্তু তার হঠাৎ বদলি আমরা মেনে নিতে পারছি না।
তিনি উপজেলায় আসার পর অনেক উন্নয়ন হয়েছে। আমারা গোদাগাড়ী বাসী চায় তিনি আরও কিছু দিন থাকুক এবং তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারে।