
আশিক ( বাগেরহাট, মোংলা):
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ১নং চাঁদপাই ইউনিয়নের কাইনমারী, কানাইনগর, কালিকাবাড়ি, চিলা ও ৭-৮-৯ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, বিএনপি নেতা মৃধা ফখরুল ইসলাম, শেখ রুস্তম আলী, কানাইনগর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল শিকদার, বিএনপি নেতা সবুজ আকন, হারুন হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন,
“শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে।
তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।