
হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে কাজি বাচ্চু মিয়া নামে এক সবজি ব্যবসায়ীকে পিটিয়ে ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বাচ্চু মিয়া কুমিল্লার লাকসাম থানার পূর্ব লাকসাম গ্রামের কাজি আব্দুল মজিদের ছেলে। তিনি ৩১ বছরের অধিক সময় ধরে জেলাব্যাপী কাচা মালের ব্যবসা করে আসছেন। তিনি বর্তমানে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
ব্যাবসায়ী বাচ্চু মিয়ার অভিযযোগ, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী টুনি আক্তার ও তার আগের পক্ষের ছেলে বাপ্পি (২১) অপর একজনকে সাথে নিয়ে বাসার দরজা ভেঙ্গে ফ্ল্যাটে ঢোকে।
এসময় তারা আমাকে মারপিট করে ঘরে বিছানার নিচে থাকা ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, টুনি আক্তার আমার বিবাহিত স্ত্রী ছিল কিন্তু বনিবনা না হওয়া ২০১৮ সালে ১০ লাখ টাকা দিয়ে তালাক দিই। আজ কোন কিছু বুঝে ওটার আগেই সে তার আগের পক্ষের ছেলেকে নিয়ে বাড়িতে হামলা করে।
তবে এ বিষয়ে টুনি আক্তার ও তার ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।
সেখানে গিয়ে জানতে পারি টুনি আকতারের সাথে তালাক হওয়ার পর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার তার বাড়িতে আসে ছেলেকে সাথে নিয়ে। এরপর বাচ্চু মিয়াকে মারপিট করে।
এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। টাকা নিয়ে যাওয়ার ব্যাপারটি তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাবে না বলেও জানান ওসি।