
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় গোদাগাড়ী উপজেলায় এক মাসব্যাপী আধুনিক ফুল চাষ বিষয়ক
মালী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, গোদাগাড়ী এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকিউল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার,
সভাপতিত্ত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের দেশের মানুষের চিন্তা একটি সেটা হল চাকরি। কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। চাকরির উপর নির্ভর না করে আমাদেরকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হতে হবে।
আজকের এ মালী প্রশিক্ষণের উদ্দেশ্য এই নয় যে কয়েকটি ফুলগাছ লাগাবো বরং এ প্রশিক্ষণ নিয়ে উদ্দোক্তা হতে হবে।
আপনাদের নতুন কিছু সৃষ্টি করতে হবে।
এ প্রশিক্ষণের আওতায় ২০ জন প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন মো:আল আমিন হোসেন। কাদিপুর গ্রামের ফুল চাষী নাঈম ইসলাম, পিতা মো: কাইয়েম আলী বলেন ২০০৮ সাল থেকে আমি ফুল চাষ করে আসছি।
প্রথমে ৫ কাঠা জমি নিয়ে চাষ শুরু করি। শেষ পযন্ত ২ বিঘা জমি নিয়ে চায করি। এসব জমিতে গাঁদা রজনী গন্ধা গোলাপ চন্দ্র মল্লিকা রজনীগন্ধা সহ আরও অনেক প্রজাতির ফুল চাষ করি।এখান থেকে বার্যিক প্রায় ২ লক্ষ টাকা আয় করি।আমি আশাবাদী এখান থেকে প্রশিক্ষণ গ্রহন করে নতুন করে ফুলের বাগান সাজিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব।