
মোঃরিপন ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নূরইল পূর্বপাড়া গ্রামে পায়ে চলাচলের একমাত্র রাস্তাটি এলাকার কতিপয় ব্যক্তি দ্বারা বন্ধ করার প্রতিবাদে এবং দ্রুত বন্ধ রাস্তাটি খুলে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে মুরাদুজ্জামান মুরাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালের ১৩ই ফেব্রুয়ারিতে ১৭৬৫ নং কবলা দলিল মূলে ঠান্ডা মিয়া নামক একজন মালিকের নিকট থেকে সাড়ে ১১ শতক জমি ক্রয় করেন। জমি কেনার সময় ঠান্ডা মিয়া তার নিজস্ব মালিকানা অংশ হতে প্রায় অর্ধ (০.৫০) শতক জমি রাস্তা হিসেবে সংরক্ষিত রেখে ছালমা বেগমের চলাচলের সুবিধার্থে বিক্রয় করেন।
কিন্তু এলাকার আকবর আলী, আবু জাফর, জুঁই মনি স্মৃতি, সিদ্দিক অজ্ঞাতনামা আরো অনেকে গত ২০২৩ সালের ২৭ জানুয়ারি দুপুরে বেআইনিভাবে জবরদখল করে ছালমা বেগমের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে ছালমা বেগম ও তার পরিবারের ১০/১২ জন সদস্যরা প্রায় দুই বছর যাবৎ চরম দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। বর্তমানে তারা অনেকটা বাধ্য হয়ে অন্যের জমির ড্রেন দিয়ে চলাচল করছে, যা বর্ষা মৌসুমে চরম দূর্ভোগের সৃষ্টি করে।
তিনি আরো বলেন, আমরা বহুবার বিবাদীদের অনুরোধ করেছি বন্ধ রাস্তাটি চলাচলের জন্য খুলে দিতে। কিন্তু তারা আমাকে মারধর ও খুন-জখমের ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে আমি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,
সহকারী কমিশনার (ভূমি) ও
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোন সুরাহা হয়নি।
আমি সাংবাদিকবৃন্দের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে বিবাদীগণের কবল থেকে আমার চলাচলের একমাত্র রাস্তাটি পুনরুদ্ধার করে আমার ও আমার পরিবারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়।