
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর শৌলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বাল্যবিবাহ ও মাদক নির্মূলে নিরসনে ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে চর শৌলমারী যুব সংগঠনের সভাপতি জুয়েল রানা’র সভাপতিত্বে চরশৌলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এন্ড চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও মাদক নির্মূল প্রতিরোধ নিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলি,সামাজিক সচেতন বৃদ্ধি করি, বাল্য বিবাহ প্রতিরোধ করি,বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা শিশুর অধিকার লঙ্ঘন করে এবং তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। সাধারণত দারিদ্র্য, অশিক্ষা এবং সামাজিক কুসংস্কার বাল্যবিবাহের প্রধান কারণ। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শারীরিক ও মানসিকভাবে মা হওয়ার জন্য প্রস্তুত না থাকায় গর্ভকালীন জটিলতা এবং শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ে।
এছাড়া তারা শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ হারায়। বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও এর সঠিক বাস্তবায়ন না হওয়ায় সমস্যা এখনো রয়ে গেছে। সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রসার এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।
এজন্য পরিবার, সমাজ এবং সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন সবার। বাল্যবিবাহ ও মাদক বন্ধ হোক ভবিষ্যৎ হোক আলোকিত। বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হয়।
এর মূল কারণগুলো হলো দারিদ্র্য, কুসংস্কার, নারী শিক্ষার অবহেলা, ইভটিজিং ও সামাজিক নিরাপত্তাহীনতা। বাল্যবিবাহের ফলে মেয়েরা মানসিক ও শারীরিকভাবে পরিপক্কতা অর্জন করতে পারে না, যা পরিবারে অশান্তি, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু এবং পুষ্টিহীনতার মতো ভয়াবহ পরিণতি ডেকে আনে। অপরিপক্ক বয়সে মা হওয়ার ফলে শিশুর যথাযথ যত্ন ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
তাই বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনঅত্যন্ত জরুরি।এমসয় উপস্থিত ছিলেন: চরশৌলমারী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হুমায়ুন হোসেন, চরশৌলমারী ইউনিয়ন বিএনপি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, চরশৌলমারী ইউনিয়নের ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ,চরশৌলমারী ইউনিয়ন ভারপ্রাপ্ত ইউনিয়ন সচিব হাকিমুল ইসলাম, ছাত্রনেতা মঞ্জু, শিক্ষার্থীদের অভিভাবক।
বাল্যবিবাহের কুফল তুলে ধরে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অল্প বয়সে বিয়ে দিলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়,সেই সাথে শিক্ষা ও আলোকিত ভবিষ্যৎ থেকেও বঞ্চিত হয়। এবং মাদক সেবনে -মস্তিস্ক নষ্ট ও মরণ বিধি রোগে আক্রান্ত হয়ে পড়ে যুব সমাজ কে ধ্বংস করে। চাইল্ড, নট (সিএনবি) প্রজেক্টন,আরডি আর এসের সহযোগিতায় আয়োজন করেন চরশৌলমারী যুব সংগঠন ।
চরশৌলমারী যুব সংগঠনের সভাপতি জুয়েল রানা বলেন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীকে সম্পৃক্ত করে একটিব মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ। মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ গড়ার আহ্বান জানান।