Tuesday, November 25, 2025

মণিরামপুরে ৯৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা ব্যা’স্ত সময় পার করছে মৃৎশি’ল্পীরা

Date:

Share post:

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ

শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। প্রতি বছরের ন্যয় আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ মুখর উৎসব শারদীয় দুর্গাপূজা।

তথ্য মোতাবেক, বিগত বছরে ৯৭টির সাথে ১টি যোগ করে এবার যশোরের মণিরামপুরে ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে সর্বমোট ৯৮টি মন্ডপে উদযাপিত হবে হিন্দু সম্প্রদায়ের মহাউৎসব শারদীয় দূর্গা পূজা।

মণিরামপুর থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে মন্দিরে মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার থাকবে বলে জানা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে।

শরতের নির্মল প্রকৃতির নীল আকাশ, প্রকৃতির সবুজের সমারোহে সাঁদা সাদা কাঁশফুলে, শিউলির মন মাতানো সুগন্ধী, রাশি রাশি বাহারি রঙ্গের জবা যেন মা দূর্গার অপরুপ এক সাজ।

‎এদিকে দুর্গাপূজাকে ঘিরে মণিরামপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ভক্তদের হৃদয় ছুঁতে শিল্পীদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মৃৎ শিল্পীদের ব্যস্ততা। সরেজমিন দেখা যায়, মণিরামপুরের বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।

এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। দ্রুত কাজ সম্পন্ন করতে রাত-দিন পরিশ্রম করছেন তারা। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মনের মাধুরী মিশিয়ে মৃৎশিল্পীরা ফুটিয়ে তুলছেন সকল দেবদেবীকে। দেবীদুর্গার প্রতিমা ছাড়াও শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুরসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন তারা।

‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মণিরামপুর উপজেলা শাখার আহবায়ক সন্তোষ স্বর জানান,সোমবার ২২শে সেপ্টঃ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দূর্গাপূজা উদযাপনের সার্বিক বিষয়ে মতবিনিময় হবে। তবে এবার মণিরামপুরে ৯৮ মন্দিরে দূর্গাপুজা উদযাপিত হবে। প্রতিমা তৈরির কাজ শেষের পথে, ডেকোরেশন, আলোকসজ্জা, প্যান্ডেল সহ অন্যান্য কাজগুলোও ধীরে ধীরে এগিয়ে চলছে।

আশা করছি এবছর আরও সুন্দর ও জমকালো আয়োজনে দুর্গাপুজার উৎসব উদযাপন হবে।

শাস্ত্রমতে, এবার দেবীদুর্গা গজে (হাতি) চড়ে আগমন করবেন এবং দোলায় (দোলা) গমন করবেন। গজে দেবীর আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়, যা অত্যন্ত শুভ ফল দেয়। তবে, দেবীর দোলায় গমন মড়ক বা মহামারী নির্দেশ করে, যা অশুভ সংকেত।

উল্লেখ্য যে,চলতি মাসের ২৭ সেপ্টঃ মহা পঞ্চমী, ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১লা অক্টোবর নবমী ও ০২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৬ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।আসন্ন শারদীয় উৎসবে মেতে উঠার এখন শুধুই অপেক্ষায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে এলজিইডির আড়ায় কোটি টাকার কাজে ব্যাপক অনি”য়মে ক্ষু’ব্ধ এলাকাবাসী

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসনহাটী থেকে সানবান্ধা পর্যন্ত ১০০০ মিটার এলজিইডির "ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন "...

কালীগঞ্জে ১৬ টি কক”টেল ধ্বং”স করল বো”ম্ব ডিসপো”জাল ইউনিট

হুমায়ুন কবির, কালীগঞ্জ(ঝিনাইদহ)  : ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬ টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা...

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদর বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ 

রিপন বগুড়া জেলা প্রতিনিধি ঃ রবিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান...

দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতি”বাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ...