মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
সিরাতুননবী (সা) উপলক্ষ্যে বিশ্ব নবীর জীবন ও কর্মনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
২০ সেপ্টেম্বর-২০২৫ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম
উলামা বিভাগ, গোদাগাড়ী উপজেলা শাখার
আয়োজনে শায়খ আবু মুহাম্মাদ বজলুর রহমান মাদানী সভাপতি, উলামা বিভাগ, গোদাগাড়ী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর, অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আবুল কালাম আজাদ,সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রাজশাহী মহানগরী
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
সিরাতুন্নবী (সাঃ) বলতে হযরত মুহাম্মদ (সাঃ) এর পূর্ণাঙ্গ জীবনচরিত বা জীবনী আলোচনাকে বোঝানো হয়, যা তাঁর জন্ম থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত অর্থাৎ ৬৩ বছরের ঘটনাবলি অন্তর্ভুক্ত করে।
আদর্শ সমাজ বিনির্মাণে রসূলের (সা.) সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মাদ সা. এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে।
তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। আজ সমাজে যেভাবে অন্যায় চলছে তা বন্ধ করতে হলে অবশ্যই নবী (সা.) এর দেখানো আদর্শ মতো কাজ করতে হবে।