Sunday, September 21, 2025

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ‎১১০ টাকার আল্ট্রা ডাঃ সাইফুদ্দিন নেন ২২০ টাকা

Date:

Share post:

মণিরামপুর প্রতিনিধিঃ

আল্ট্রাস্নো রিপোর্ট! যে রিপোর্টের নাম শতভাগ মানুষ জানে ও বোঝে। গর্ভকালীন সময়ে নারীদের গর্ভের ভিতর বাচ্চার গঠন,স্পন্দন,শাস প্রশ্বাসের অবস্থা নিরুপন সহ কয়েকটি তথ্য এই আল্ট্রাস্নো রিপোর্ট দেখা যায়।

‎স্বাস্থ্য অধিদপ্তরের গেজেট মোতাবেক নরমল ও ভারী ২ ধরনের এ রিপোর্টের বিপরীতে প্রতিটি সরকারি হাসপাতালে গর্ভবতী আল্ট্রাস্নো (নরমাল) রিপোর্ট প্রতি ১১০ টাকা নির্ধারিত থাকলেও যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই আল্ট্রাস্নো রিপোর্ট করতে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নিয়ে আসছে ২২০ টাকা করে।

‎একদিনের তথ্য মোতাবেক,২২ জন গর্ভবতী নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এই আল্ট্রাস্নো রিপোর্ট করেছেন। তবে তার বিপরীতে হাসপাতাল কর্তৃপক্ষের হিসাবে কয়টা উঠেছে এ নিয়ে আছে জটিলতা।কেউই বললেন না সঠিক সংখ্যা,দিলেন না কেউ দেখতে হিসাবের খাতা।

‎মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব রুমের তথ্য মোতাবেক, ২য় তলায় স্টোর রুমের সামনেই বামপাশে আল্ট্রাস্নো রুমের সহকারি সুমি’কে (ছদ্মনাম) জিজ্ঞেস করলে সে নিজেও এই প্রতিবদকের স্ত্রীর করা আল্ট্রা রিপোর্ট থেকেও ২২০ টাকা নিয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে হাসপাতালের হিসাবরক্ষক আসমার সাথে যোগাযোগ করলে তিনি ডাঃ সাইফুদ্দিনে’র সাথে কথা বলতে বলেন।

‎আল্ট্রাস্নো বিষয়ে অভিজ্ঞ না হলেও ডাঃ সাইফুদ্দিন নিয়মিত গর্ভবতী নারীদের আল্ট্রাস্নো করে আসছেন এ হাসপাতালে। কেনো ১১০ টাকার রিপোর্ট ২২০ টাকা নেওয়া হয়! বাকি টাকা কোথায় যায়? কে কে পাই তার ভাগ? এসব প্রশ্ন করলে, ডাঃ সাইফুদ্দিন বলেন, ভাই আমি এ বিষয়ে ডাঃ না হয়েও রোগীদের এ সেবা দিয়ে আসছি।আপনার বাকি যা জানার টিএসই(তত্বাবধায়ক) স্যারের কাছ থেকে জেনে নেন।

এ ছাড়াও ডাঃ সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে,মহিলা ও পুরুষ ওয়ার্ডের রাউন্ডের পর রোগীদের ফাইল নার্সদের মাধ্যমে ফাইল নিচেই হস্তান্তর করে কম্পানির লোকদের কমিশন খেয়ে অপ্রয়োজনীয় সব ঔষধ রেফারেন্স করেন। তাছাড়াও অন্যান্য ডাক্তার থাকা সত্বেও ডাক্তার সাইফুদ্দিন একক ভাবে আল্ট্রাস্নো রিপোর্ট করে আসছেন। তথ্য আছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও অন্যান্য কর্মচারীদের উপর একক অধিপত্যে বিস্তার করে যাচ্ছে ডাক্তার সাইফুদ্দিন।

‎কথা বলতে গেলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক(টিএসই) মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল নিজেও ১১০ টাকার কথা স্বীকার করে বলেন, আল্ট্রা রুমের পেছনে আরো অনেক খরচ আছে। বেশি তো রিপোর্ট হয়না।চিকিৎসক সংকটের কারনে অতিরিক্ত লোকদের খরচ দিতে হয়।

‎এ ছাড়াও নারীদের কোমলতার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এই আল্ট্রাস্নো রিপোর্টের বিরুদ্ধে। অনেক গর্ভবতী নারীদের স্বামী ও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন,গর্ভবতী মহিলাদের জন্য মহিলা ডাক্তার কেনো দেওয়া হয়না। নারীদের সম্ভ্রম রক্ষার্থে পুরুষ ডাক্তারের পরিবর্তে নারী চিকিৎসক থাকা উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আদর্শ সমাজ বিনির্মাণে রসূল (সা.) কে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে; অধ্যাপক মজিবুর রহমান

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: সিরাতুননবী (সা) উপলক্ষ্যে বিশ্ব নবীর জীবন ও কর্মনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২০...

চাঁদপুর জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত: আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর চাঁদপুর...

আজ মহালয়া

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ষড়ঋতুর পরিক্রমায় বর্ষার বাদল ধারা আর কদম- কেয়ার সৌন্দর্য্যকে বিদায় জানিয়ে শুরু হয়েছে সৌন্দর্য মন্ডিত শরৎ...

মানিকছড়ি গঞ্জপাড়ায় মৃ’ত আবাইশে মারমার সাপ্তাহিক সংঘ দান অনুষ্ঠানে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম গঞ্জপাড়ায় প্রয়াত আবাইশে মারমা (পিনিংমা, বয়স ৭০)-এর...