
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জেের সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসানের পুকুর থেকে। পাঁচ লক্ষ টাকার মাছ চুরি করে অন্যত্র বিক্রি করলেন হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (জাপু) ।
জানাযায় শুক্রবার (১৯ সেপটেম্বর) রাতে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান জাপু হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়শিখার আকন্দ পাড়া গ্রামে। বিএনপি নেতা শামিম হাসানের ৩ বিঘা পুকুর থেকে গভীর রাতে জেলেদের দিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ চুরি করে অন্যত্র বিক্রি করে দেয়। ঘটনার রাত ৩ টার দিকে জেলেরা কিছু মাছ ও জাল নিয়ে যাওয়ার সময় হাটিকুমরুল গোল চত্বরে জনসাধারণের সন্দেহ হলে ছয় ছেলেকে আটক করে স্থানীয় জনতা ।জিজ্ঞাসাবাদ ছেলেরা স্বীকার করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ( জাপু) তাদেরকে মাছ ধরার জন্য ২০ হাজার টাকা কন্টাক করে । আটককৃত জেলেদের পরবর্তীতে ছেড়ে দেয়া হয় ।
আটককৃতরা হলেন, একই থানার ঘুড়কা ইউনিয়নের হাট- ইচলা গ্রামের, মোঃ হাসেম, পিতা আক্কাস , এরশাদ, পিতা-মৃত শাহজাহান, শাহীনুল, পিতা রেজাউল , শফিক , পিতা সোলাইমান, লালচাঁন, পিতা কালাম, সজিব, পিতা সেলিম। এ বিষয়ে পুকুর মালিক শামিম হাসান জানান, আমার পুকুর থেকে রাতের অন্ধকারে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ চুরি করে অন্যত্র বিক্রি করেছে আওয়ামী লীগ নেতা, আব্দুল মান্নান (জাপু) এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।